সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এটিএন নিউজে উপকূল সাংবাদিকতা বিষয়ক আলাপচারিতা (ভিডিওসহ)

এটিএন নিউজে উপকূল সাংবাদিকতা বিষয়ক আলাপচারিতা (ভিডিওসহ)

এটিএন নিউজে উপকূল সাংবাদিকতা বিষয়ক আলাপচারিতা (ভিডিওসহ)

@rafiqulMontuঢাকা : দেশের শীর্ষস্থানীয় সংবাদভিত্তিক নিউজ চ্যানেল এটিএন নিউজে উঠে এলো উপকূল সাংবাদিকতার নানান দিক। ৮ মে ২০১৬ রবিবার দিবাগত রাতে ওই চ্যানেলের ‘‘ইয়াং নাইট’’ অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘‘উপকূল সাংবাদিকতা।’’ আর এই আলোচনায় অংশ নেন এখন পর্যন্ত দেশের একমাত্র পূর্নাঙ্গ উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। তিনি ছাড়া দেশের সমগ্র উপকূল নিয়ে এখনও এভাবে কেউ কাজ শুরু করেনি।

উপকূল নিয়ে ব্যতিক্রমী ধারার সাংবাদিকতা নিয়ে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিডিয়া এক্সপার্ট হাসান বেনাউল ইসলাম। সহযোগী আলোচক হিসাবে স্কাইপিতে অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনাতীরের চরফলকন ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন।  ১টা ২০ মিনিটে শুরু হওয়া ওই অনুষ্ঠানটি শেষ হয় রাত ১টা ৫৫ মিনিটে।

অনুষ্ঠানের আলোচনায় উপকূলীয় সাংবাদিকতার ইস্যু, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। রফিকুল ইসলাম মন্টু তার আলোচনায় ঝুঁকিতে থাকা উপকূলের ১৬টি জেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন। প্রকৃতপক্ষে সমস্যাগ্রস্থ মানুষের চিত্র তুলে আনতে মাঠ সরেজমিন প্রতিবেদন তৈরির ওপর জোর দেন তিনি। তবে এজন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর অগ্রণী ভূমিকা রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

স্থানীয় সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাদারিত্ব নিয়ে কাজে নামতে হবে। মনে করতে হবে আমি একটা সেবার জন্যে এই পেশায় আছি। ভাবতে হবে, অামার প্রতিবেদন কিছু মানুষের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। আমার কলমে কারও উপকার না হলেও যেন কারও ক্ষতি না হয়। প্রান্তিক জনপদের মানুষের কণ্ঠস্বর তুলে অানতে হলে তাদের কাছে যেতে হবে। আর প্রান্তিকের মানুষের কণ্ঠস্বর তুলে আনতে না পারলে তাদের অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব নয়।

সহযোগী আলোচক এএনএম আশরাফ উদ্দিন বলেন, অবাধ তথ্য প্রবাহ মানুষের জীবনধারা কতটা বদলে দিতে পারে, সেটা আমরা মাঠে বসেই অনুধাবন করতে পারি। রফিকুল ইসলাম মন্টু যেভাবে ব্যতিক্রমী ধারার উপকূল সাংবাদিকতা করছেন, সেটাকে উন্নয়নেরই অংশ বলা যেতে পারে। তার এই কাজে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে কাজের অনুপ্রেরণা সুষ্টি হচ্ছে। নতুন বিষয়ে লেখার বিষয়ে তারা উদ্বুদ্ধ হচ্ছেন। একইসঙ্গে উপকূলের বহু স্কুল পড়ুয়া লেখালেখির মাধ্যমে তাদের ভাবনায় পরিবর্তন আনতে পারছে।

উপস্থাপক হাসান বেনাউল ইসলাম বলেন, বাংলাদেশের উপকূল অঞ্চলের খবরের যেসব উপাদান রয়েছে, তার অনেককিছু আমরা এখনও জানি না। সেইসব অজানা তথ্য কেন্দ্রীয় গণমাধ্যমে তুলে আনাটা খুবই জরুরি। ইতিবাচক, নেতিবাচক অনেক খবরই রয়েছে প্রান্তিক জনপদে। সেইসব খবর দিয়ে আমরাও বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারি। তবে সেজন্য সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। গণমাধ্যমকে আরও সজাগ হতে হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com