সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
গবেষণাপত্র নিয়ে জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের কমল কান্ত

গবেষণাপত্র নিয়ে জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের কমল কান্ত

গবেষণাপত্র নিয়ে জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের কমল কান্ত

নিজস্ব প্রতিনিধি: জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সেমিনারে যোগদানের জন্য জাপান যাচ্ছেন লক্ষ্মীপুরের উদীয়মান গবেষক কমল কান্ত সরকার । আগামি ২২ থেকে ২৬ আগষ্ট অনুষ্ঠিতব্য সেমিনারে তিনি বিশেষভাবে একক বক্তা হিসাবে তার গবেষণার বিষয়বস্তু তুলে ধরবেন।

ইতোমধ্যে তার একটি গবেষণা বিভিন্ন মহলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করে। তার গবেষণার বিষয়বস্তু হল- Counter-ion effect on the Krafft temperature and micelle formation of ionic surfactants in aqueous solution and solubilization study of water insoluble compound in micellar system.

গবেষণার বিষয়ে কমলকান্ত লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে জানান, পরিষ্কারক সামগ্রী যেমন সাবান ডিটারজেন্ট ও প্রসাধনীর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, উপরন্তু দেখা যাচ্ছে নিম্ন তাপমাত্রায় পরিষ্কারক ভাল ভাবে কাজ করছে না। অনেক কে আবার সাবান-ডিটারজেন্ট এর সাথে গরম পানি বাবহার করতে দেখা যায়। এর ফলে আমাদের সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। এক্ষেত্রে আমি  চেষ্টা করছি কিভাবে পানিকে গরম না করে নিম্ন তাপমাত্রায় সাবান-ডিটারজেন্টের কার্যক্ষমতা অধিকতর বৃদ্ধি করা যায় এবং বর্তমানে প্রচলিত সারফেকটেন্ট এর বিকল্প হিসাবে অনেক অব্যবহৃত সারফেকটেন্টকে ব্যবহারের উপযোগী করা যায়। এক্ষেত্রে আমি কিছুটা সফলতাও পেয়েছি। তরল প্রসাধনী সামগ্রীর কদর দিন দিন বেড়েই চলছে। প্রসাধনী সামগ্রী অধিকতর কার্যকর ও কম মূল্যে জন সাধারনের নিকট কিভাবে পৌঁছানো যায় এবং আরো সহজে ব্যবহার উপযোগি করা যায় তার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

কমল কান্ত ২০০৩ সালে রসুলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় এসএসসি,  ২০০৫ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি ২০০৯ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিষয়ে স্নাতক ও ২০১১ সালে স্নাতকোত্তর পাশ করেন।তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর রসায়ন বিভাগে মাস্টার্স অব ফিলোসফি প্রোগ্রামে ভর্তি হন। এ সময়ে তিনি সারফেকটেন্ট (Surfactant) নিয়ে গবেষণা করেন।

 

কমল কান্ত সরকার, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩নং ওয়াডের বাসিন্দা শ্রী মধুসূদন সরকারের ছেলে। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মিথ্যা মামলা দিয়ে হয়রানি: কমলনগরে সাংবাদিক সম্মেলনে দুই পরিবারের অভিযোগ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com