সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন পালিত

রামগতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন পালিত

রামগতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন পালিত

মিসু সাহা নিক্কন: সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এ দিনে ফিলিস্তিনের বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন।

এ উপলক্ষে শনিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নের খ্রিস্টান কলোনীতে অবস্থিত টুমচর ব্যাপ্টিষ্ট চার্চে ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

বড়দিনের প্রার্থনায় শরিক হয়েছেন উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নে বসবাসরত ১৩ পরিবারের ৪৮ জন নারী-পুরুষ ও শিশু-কিশোর। বাইবেল পাঠ, বানী প্রচার, ধর্মীয় গান, কেক কাটা, পৃথিবীর সকল জীবের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জ¦লন, রঙিন কাগজ, ফুলসহ নানা আয়োজনে গির্জাকে সাজানো হয়েছে। এ উপলক্ষে গির্জাকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

গির্জার সম্পাদক জুয়েল খ্রিস্ট দাস জানান, খ্রিস্টান কলোনীতে এই গির্জাটি ১৯৭৫ সালে স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন থেকে আমরা এ অঞ্চলে বড়দিন পালন করে আসছি।

পুলক রানী খ্রিস্ট জানান, গত কয়েক বছর থেকে আমরা ব্যাপকভাবে আমাদের বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করার চেষ্টা করছি। এছাড়াও ২০০৮ সাল থেকে ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ এর আওতায় টুমচর গ্রামীণ শিক্ষা কেন্দ্রের মাধ্যমে অর্ধ শতাধিক শিশু লেখাপড়া করে আসছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ৭ জন শিক্ষার্থী বাকিরা এ অঞ্চলের শিক্ষার্থী।

গির্জা পরিচালক (পালক) চন্দন খ্রিস্ট দাস বলেন, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। আর এ আগমন উপলক্ষে আমাদের এ আয়োজন। গির্জার অবকাঠামো উন্নয়ন ও উৎসব আরো সুন্দর করার লক্ষ্যে সবার সহযোগিতা করছি।

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু বলেন, অত্র উপজেলায় একটি গির্জা রয়েছে, গির্জার শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর। বড়দিন উপলক্ষে সরকারিভাবে যে বরাদ্দ এসেছে, তা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com