সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
রায়পুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রায়পুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রায়পুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

up-electionরায়পুর প্রতিনিধি: রায়পুরে আগামী ২৭ এপিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ২৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার শেষ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটানিং কর্মকর্তার কার্যালয়ে স্বতস্ফুর্তভাবে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এ মনোনয়নপত্রগুলো জমা দেয়া হয়। নির্বাচনে আ’লীগ, বিএনপি, জাপা, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট যুদ্ধে লড়বেন। এদিকে ৩নং চরমোহনা ইউপিতে ১ ও ২নং ওয়ার্ডে এবং সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সদস্যপদে ৩জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

প্রার্থীরা হলেন- ১নং উত্তর চরআবাবিল ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচ জন, সংরক্ষিত আসনে ৮জন ও সাধারণ সদস্য পদে ৩৬জন, ২নং উত্তর চরবংশী ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ জন, সংরক্ষিত আসনে ৪জন ও সাধারণ সদস্য পদে ২৩জন, ৩নং চরমোহনা ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত আসনে ৪জন ও সাধারণ সদস্য পদে ২৭জন, ৪নং সোনাপুর ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচ জন, সংরক্ষিত আসনে ৭জন ও সাধারণ সদস্য পদে ৩২জন এবং ৮নং দক্ষিন চরবংশী ইউপিতে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত আসনে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

দক্ষিণ চরবংশী ইউনিয়নে চেয়ারম্যান পদে হারুনুর রশিদ (জাতীয় পার্টি), হারুনুর রশিদ হাওলাদার (বিএনপি),আনোয়ার হোসেন (স্বতন্ত্র),আলহাজ¦ আব্দুল রশিদ হাওলাদার (আ’লীগ বিদ্রোহী), জাফর মোহাম্মদ সালেহ (আ’লীগ),হারুনুর রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ ) সহ ৬ জন প্রার্থী। উত্তর

চরবংশী ইউনিয়নে খালেদ হোসেন দেওয়ান ( আ’লীগ বিদ্রোহী) ,দাদন মিয়া গাজী (জাতীয় পার্টি), আব্দুল মান্নান সরকার (বিএনপি), আব্দুর রশিদ ( আ’লীগ বিদ্রোহী ), আবুল হোসেন ( আ’লীগ)সহ ৫ জন প্রার্থী।

উত্তর চর আবাবিল মোহাম্মদ ফরিদ উদ্দিন (আ’লীগ বিদ্রোহী) , মোহাম্মদ ইলিয়াছ (আ’লীগ বিদ্রোহী), রফিক উল্যাহ্ ( ধানের শীর্ষ), মোঃ শহীদ উল্যাহ্ ( আ’লীগ) , কৌশিক আহাম্মেদ ( আ’লীগ বিদ্রোহী ) সহ ৫ জন প্রার্থী।

চরমোহনা ইউনিয়ন মো.কামরুজ্জামানা (স্বতন্ত্র),মো.সফিক ( আ’লীগ), এম .নাজমুল ইসলাম মিঠু (বিএনপি)সহ ৩ জন প্রার্থী।

সোনাপুর ইউনিয়নে মো. আবুল কাশেম (স্বতন্ত্র), মনিরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ),বিএম ইউছুফ জালাল এডভোকেট ( আ’লীগ),ইকতিয়ার উদ্দিন সোহাগ ( বিএনপি), নুরুল নবী ( স্বতন্ত্র) সহ ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে মানোয়ন পত্রজমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার নাসির উদ্দিন পাটোয়ারী জানান, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ২৬৫জন প্রার্থীর মনোনয়নপত্র আগামী ২৯ ও ৩০মার্চ বাছাই করা হবে। আগামী ৭মে বাকী ৫টি ইউনিয়নের তফসিল আগামীকাল সোমবার ঘোষনা করা হরে বলে জানান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মিথ্যা মামলা দিয়ে হয়রানি: কমলনগরে সাংবাদিক সম্মেলনে দুই পরিবারের অভিযোগ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com