সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পেট্রল বোমা-জিহাদী বইসহ আটক ৪

লক্ষ্মীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পেট্রল বোমা-জিহাদী বইসহ আটক ৪

লক্ষ্মীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে  পেট্রল বোমা-জিহাদী বইসহ আটক ৪

 

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দোকান-ঘরে জিহাদী বই ও পেট্রল বোমা রেখে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল ৪ যুবক। এ ঘটনায় র‌্যাব ওই ৪ জনকে আটকের পর মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠিয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকালে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এরআগে শুক্রবার রাতে স্কোয়াড কমান্ডার এএসপি কল্লোল কুমার দত্তের নেতৃত্বে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীর চতালিয়া বাজার থেকে ৪ যুবককে আটক করা হয়।এসময় উদ্ধার করা হয় ৫টি পেট্রল বোমা, ৫টি চকলেট বোমা ও ১১ টি ইসলামী রাজনৈতিক মতাদর্শের জিহাদী বই।

আটকরা হলেন সদরের কালীদাসেরবাগ এলাকার বাসিন্দা নুর নবীর ছেলে শরিফুল আজম রিপন (২৩), একই এলাকার খোরশেদ আলমের ছেলে ইসমাইল হোসেন রুবেল (১৯), আবু সিদ্দিকের ছেলে তারেক রহমান (১৯) ও দক্ষিণ মান্দারী গ্রামের মৃত শফি উল্যার ছেলে মো. শহীদ (২৫)।

Bisforok

র‌্যাব জানায়, শুক্রবার রাতে আটক শরিফুল আজম রিপন ও ইসমাইল হোসেন রুবেল র‌্যাবকে ফোন করে জানায়- দক্ষিণ মান্দারীর চতালিয়া বাজারে মো. রুবেলের (২২) দোকানের ভিতর বিস্ফোরক দ্রব্য ও জিহাদী বই মজুদ রয়েছে। এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ওই বাজারে যায় র‌্যাব। তখন তথ্যদাতা শরিফুল আজম রিপন ও ইসমাইল হোসেন রুবেলকে র‌্যাব সাথে করে ওই দোকানে নিয়ে যায়। এসময় তাদের তথ্যমতে, দোকানটির চৌকির নিচ থেকে ৫টি পেট্রল বোমা, ৫টি চকলেট বোমা এবং ১১টি ইসলামী রাজনৈতিক মতাদর্শের জিহাদী বই উদ্ধার করা হয়। শরিফুল আজম রিপন ও ইসমাইল হোসেন রুবেলের অতি উৎসাহের বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে স্বীকার করে, দোকানীকে ফাঁসাতে তারা এ

ষড়যন্ত্র করেছেন। দোকান মালিক রুবেলের সাথে পূর্বশত্রুতার জের ধরে ৪ জন মিলে নাটক সাজিয়ে র‌্যাবকে মোবাইল ফোনে সংবাদটি জানায়। পরে তাদের স্বীকারোক্তি মতে, ঘটনার সাথে জড়িত অপর দুইজনকে মান্দারী এলাকা থেকে আটক করা হয়। বিস্ফোরক-দ্রব্য ও জিহাদী বই নিজেদের হেফাজতে রেখে অপরের ক্ষতি সাধনের লক্ষ্যে তা ব্যবহার করা এবং সরকারি কর্মচারীদেরকে ভুল তথ্য প্রদান করার অপরাধে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মিথ্যা মামলা দিয়ে হয়রানি: কমলনগরে সাংবাদিক সম্মেলনে দুই পরিবারের অভিযোগ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com