সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সংঘর্ষ, ভাংচুর, : ৩ সাংবাদিক আহত

লক্ষ্মীপুরে সংঘর্ষ, ভাংচুর, : ৩ সাংবাদিক আহত

0
Share

লক্ষ্মীপুরে সংঘর্ষ, ভাংচুর, : ৩ সাংবাদিক আহত

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিককে পিটিয়ে তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছেন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর লক্ষ্মীপুরে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের এক পর্যায়ে সাবেক গোহাটা রোডে গেলে উত্তেজিত কিছু নেতাকর্মী এ্যানীর বাড়িতে হামলা চালায়।

এ সময় ভিডিও ফুটেজ ধারণ করার সময় মাছরাঙা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলকে মারধর করা হয়। লাঞ্চিত রুবেল নামে এক সাংবাদিক। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে রায়ের প্রতিবাদে শহরে বিএনপিসহ ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি গোডাউন রোডে পৌঁছালে নেতাকর্মীদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, হামলার সময় নেতাকর্মীরা বাড়িতে অবস্থান করছিলেন। ক্ষমতাসীনদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সাংবাদিকদেরও মারধর করা হয়, যা নিন্দনীয়। এছাড়া খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, মিছিল থেকে এ্যানীর বাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই লক্ষ্মীপুরে থমথমে অবস্থা বিরাজ ছিল। সর্বত্র ছিল চাপা আতঙ্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল পুলিশ ও বিজিবির কড়া টহল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মিথ্যা মামলা দিয়ে হয়রানি: কমলনগরে সাংবাদিক সম্মেলনে দুই পরিবারের অভিযোগ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com