সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর বিশ্ব ইজতেমায় ৩ লাখ মুসল্লির জন্য সাড়ে ৯ লাখ বর্গফুটের মাঠের প্রস্তুতি এগিয়ে চলছে

লক্ষ্মীপুর বিশ্ব ইজতেমায় ৩ লাখ মুসল্লির জন্য সাড়ে ৯ লাখ বর্গফুটের মাঠের প্রস্তুতি এগিয়ে চলছে

লক্ষ্মীপুর বিশ্ব ইজতেমায় ৩ লাখ মুসল্লির জন্য সাড়ে ৯ লাখ বর্গফুটের মাঠের প্রস্তুতি এগিয়ে চলছে

সানা উল্লাহ সানুঃ পূর্ব ঘোষণা অনুযায়ি ডিসেম্বর মাসের ২৩, ২৪ এবং ২৫ তারিখে প্রথম বারের মতো লক্ষ্মীপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে জেলা ভিত্তিক বিশ্ব ইজতেমা। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে প্রায় সাড়ে ৯ লাখ বর্গফুটের বিশাল ফসলি মাঠ কে ইজতেমার স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে পুরোদমে চলছে মাঠের প্রস্তুতি। যেখানে ৩ লাখের বেশি মুসল্লির মিলনমেলা হবে বলে প্রত্যাশা করছেন লক্ষ্মীপুর তাবলীগ জামাতের মুরব্বিরা। এবার লক্ষ্মীপুরে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের প্রায় ২০ জন মেহমান বয়ান করবেন বলে জানিয়েছেন মাঠে কর্মরত তাবলিগ জামাতের সাথি সদর উপজেলার বাঞ্চানগরের মাহবুবুর রহমান (৩০)।
bisha_istema_lakshmipur

সরেজমিনে লক্ষ্মীপুর ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, তাবলিগ জামাতের প্রায় শতাধিক সেচ্ছাসেবি বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিরতিহীন ভাবে মাঠের নানা দিক প্রস্তুত করছেন। মাঠের সেচ্ছাশ্রমি চর মার্টিন গ্রামের নাসির মিস্ত্রী( ৩১) জানান, বর্তমানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সেচ্ছাসেবি এবং সংশ্লিষ্টরা মেহমানদের জন্য তাককিল কামরা, তাঁবু, টয়লেট, পানির লাইন, ভিতরের রাস্তা এবং শব্দ যন্ত্র স্থাপনের কাজ করছেন।

তিনি আরো জানান, ইতোমধ্যে তাঁবুর জন্য প্রায় সাড়ে ৩ হাজার বাঁশ মাঠে এসেছে। অন্যদিকে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ ৩ দিনের এ আয়োজনে মাঠে অস্থায়ী বিদ্যুৎ স্থাপনের কাজ করছেন। ৪ মাস সময় দেয়া সাথি ৩৩শ ৩২ জন এবং ৪০ দিনে সময় দেয়া সাথি ৫ হাজার। এর বাহিরে ৩ দিন, ৭ দিন সময় দেয়া মুসল্লির সংখ্যা লাখের ওপরে।

তাছাড়া জেলার সাধারণ মুসল্লি ও পাশ্ববর্তী অনেক জেলার মুসল্লি যারা ঢাকায় যেতে পারবেন না তারা অবশ্যই এখানে আসবেন। সে হিসাবে লক্ষ্মীপুরের এ মাঠে মুসল্লির সংখ্যা ৩ লাখ ও ছাড়িয়ে যেতে পারে বলেন আশা করেন তিনি ।

তাবলীগ জামাতের মুরব্বীর সূত্রের জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে চার ভাগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। মুসল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বের ইজতেমা শুরুর পর ২০১৬ সালে এ পরিবর্তন আনা হলো। সে নিয়মানুযায়ি প্রতি বছর দেশের ৩২টি জেলার মুসল্লিদের নিয়ে টঙ্গী তুরাগ তীরে দুই ধাপে অনুষ্ঠিত হবে।

বাকি ৩২টি তাদের নিজ নিজ জেলায় ইজতেমা করবে। চলতি বছরে তুরাগ তীরে ইজতেমায় অংশ গ্রহনকারীরা পরের বছর নিজ নিজ জেলায় ইজতেমা করবে । তবে বিদেশী মুসল্লিরা প্রতি বছর বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই ধাপে করা হয়েছে। ২০১১ সালের আগে প্রতি বছর এক ধাপে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা।

ইজতেমা বিষয়য়ে আগের সংবাদটি দেখতে ক্লিক করুন

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com