মিসু সাহা নিক্কন, রামগতি : রামগতি উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৫টি নৌকা ও ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে আলেকজান্ডার ঘাটে ওই জব্দকৃত ৫টি নৌকা ও জালগুলো প্রকাশ্যে অগ্নি সংযোগ করে ধ্বংস করা হয়েছে।
এর আগে রামগতির মেঘনা নদীতে মা ইলিশ প্রজনন মওসুমে নিষিদ্ধ সময়ে সরকারের প্রদক্ষেপ সফলভাবে বাস্তবায়নে এবং মা ইলিশ নিধন বন্ধ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রবিউল হাসান নদীতে অভিযানে গেলে ৫টি নৌকা ও ৫ হাজার মিটার জাল জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রবিউল হাসান বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা সম্পূর্নরূপে নিষিদ্ধ করেছে সরকার তাই অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এধরনের অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১’শ কিলোমিটার এলাকায় মাছধরা যাবে না। পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
0Share