মোঃ মাহবুবল ইসলাম ভূঁঞা : রামগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে রামগঞ্জের ঐতিহ্যবাহী দল্টা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত একটানা ভোগ গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্ণিং অফিসার ও রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে মোঃ আবদুল আজিজ ২৮১ ভোট পেয়ে প্রথম, মোঃ ছানা উল্যা ২৬৩ ভোট পেয়ে দ্বিতীয়, তোফাজ্জল হোসেন ২১৮ ভোট পেয়ে তৃতীয় ও আবুল বাশার ২০৩ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত হন। এ ছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২৯২ ভোট পেয়ে ফেরদৌস বেগম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৭৭৮ জন অভিভাবক ভোটারের মধ্যে ৪৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অভিভাবক সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জনসহ মোট ১০ জন প্রতিযোগী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ নির্বাচন সম্পন্ন করায় পুলিশ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মী, ভোটার ও ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েন নির্বাচিত সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
উল্লেখ্য, ১৯২৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই ঐতিহ্যবাহী দল্টা রহমানীয়া উচ্চ বিদ্যালয়টি পরিচালনা পর্ষদের পরামর্শে শিক্ষক, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এলাকার ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা দানে ব্যাপক ভূমিকা রাখে। আর সে কারণেই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনে এলাকার মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
0Share