মোহাম্মদ আলী হোসেন : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে বিটিসিএল এর টেলিফোন লাইন দুইমাস ধরে বিকল রয়েছে। এতে জেলার বৃহৎ ব্যবসায়ীক কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। ২০১৪ সালে বিটিসিএল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চায়না হুয়াই কোম্পানি চন্দ্রগঞ্জে ৫০০ সংযোগের ক্ষমতাসম্পন্ন ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি স্থাপন করে। এক্সচেঞ্জটি স্থাপনের একবছর না যেতেই গত দুইমাস ধরে সবকয়টি টেলিফোন লাইন বিকল হয়ে যায়। এতে চন্দ্রগঞ্জে অন্তত ১০টি ব্যাংকিং প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন আর্থিক লেনদেনের তথ্য আদান-প্রদান বন্ধ হয়ে যায়। ভুক্তভোগি প্রতিষ্ঠান প্রধানরা জানান, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মোবাইলই এখন তাদের একমাত্র ভরসা।
লক্ষ্মীপুর বিটিসিএল এর সহকারী প্রকৌশলী মোঃ শহীদ উল্যাহ জানান, বিটিসিএল এর সাথে চুক্তির মাধ্যমে চায়না হুয়াই কোম্পানি চন্দ্রগঞ্জে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি স্থাপন করে। চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই কোম্পানিই এটি দেখাশোনার দায়িত্বে রয়েছে। টেলিফোন এক্সচেঞ্জটি বিকল হওয়ার বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি। তিনি বলেন, দুই একদিনের মধ্যে ঢাকা থেকে তাদের একটি টিম চন্দ্রগঞ্জে আসার কথা রয়েছে। তারা এসে যান্ত্রিক ক্রটি মেরামত করলে আশা করি এক্সচেঞ্জটি পুনরায় সচল হয়ে যাবে।
0Share