কিশোর কুমার দত্ত: লক্ষ্মীপুর সররকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের ৬টি পদ সৃষ্টিসহ কলেজের সামগ্রীক উন্নয়নে অবদান রাখায় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলায়মানকে সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার দুপুরে ওই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সৃষ্ট পদগুলো হচ্ছে, প্রাণীবিদ্যা, জীববিদ্যা ও সমাজকর্ম বিভাগের জন্য ১জন করে সহযোগী অধ্যাপক, অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের জন্য ১জন করে সহকারী অধ্যাপক এবং ইসলামের ইতিহাস বিভাগের জন্য ১জন প্রভাষক পদ।
শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক। লক্ষ্মীপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসারেফ হোসাইন, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল কাদের, জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম খান, লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহম্মেদ ভূঁইয়া রিপন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাছিবুল ছিদ্দিক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জেলার সর্বশ্্েরষ্ঠ বিদ্যাপিঠ এই কলেজে অনার্স-মাষ্টার্স চালু থাকলেও বিভিন্ন বিষয়ে শিক্ষকদের পর্যাপ্ত পদ না থাকায় মান সম্মত শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা। নতুন করে শিক্ষকদের ৬টি পদ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা মান সম্মত শিক্ষা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে কলেজের অধ্যক্ষকে অভিনন্দন জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলায়মানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
0Share