নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, যারা দেশের ভিতরে ও বাহিরে থেকে নাশকতা ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে কোন ভাবেই দেশকে অস্থিতিশীল করে বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। রোববার বিকেলে লক্ষ্মীপুরে স্থানীয় নছির আহাম্মদ ভূঁইয়া মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, ঘরে ঘরে গিয়ে দেশের মানুষকে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার আইনের শাসন, অর্জন ও উন্নয়নের কথা তুলে ধরে বিএনপি-জামাত জোটের বিভিন্ন অপকর্ম, ষড়যন্ত্র ও নৈরাজ্যের কথা তুলে ধরতে হবে। যাতে করে মানুষ বুঝতে পারেন নৌকায় ভোট দিলে বাংলাদেশ এগিয়ে যাবে আর গঠন হবে সোনার বাংলা।
জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট ফিরোজ আলমের সভাপতিত্বে দুপুর ১২ টায় সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার। জাতীয় সঙ্গিত পরিবশেন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সুচনা করেন অতিথিবৃন্দ।
পরে সম্মেলনে জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রাসেল ও শেখ মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম এ মোমিন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় নেতা সোহেল রানা টিপু, ছারেহ আহমদ টুটুল, মো: মামুনুল ইসলাম মামুন, মর্তুজা হায়দার শরীফ প্রমুখ। সম্মেলনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক থিমসং গান দৃষ্টি কাড়ে সবার।
0Share