লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চম্পা নামের এক বধির (বোবা) নারী পথ হারিয়ে তিন মাস ধরে স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে অবস্থান করছে। স্মৃতি শক্তি থাকলেও কোথায় বাড়ি এবং স্বজনদের নাম-পরিচয় নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তিনি। সে শুধু কাগজে নিজের নামটি ‘চম্পা’ লিখতে পারে। তিনি এখন স্বজনদের কাছে যেতে চান। কিন্তু নাম-ঠিকানা জানাতে না পারায় তার স্বজনদের কাছে হস্তান্তর করা যাচ্ছে না। স্থানীয়দের ভাষ্যমতে, গত তিন মাস আগে ৩০-৩৫ বছর বয়সী এক মহিলা যাত্রীবাহি বাস থেকে নেমে পথহারা হয়ে বৃষ্টির মধ্যে রিকশা করে লক্ষ্মীপুর পৌর শহরের বিসিক শিল্প-নগরী এলাকায় আসে। এ সময় তিনি কোথায় যাবেন নিশ্চিত করে বলতে না পারায়, চালক তাকে ওই স্থানে নামিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ওই মহিলাকে বিভিন্ন স্থানে নিয়ে খোঁজা-খুঁজির পর রাতে তাকে আশ্রয় দেওয়ার জন্য বৈশাখী টেলিভিশন ও দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর বাসায় নিয়ে আসে। এরপর থেকে তিনি সেখানেই থাকছেন। ‘চম্পা’একটি সন্তান রয়েছে বলে তিনি ইশারায় তা প্রকাশ করেন। এদিকে গত কয়েকদিন ধরে সে তার পরিবারের স্বজনদের কাছে যেতে চাইলেও নির্দিষ্ট কোন ঠিকানার কথা বলতে পারছেনা চম্বা নামের ওই মহিলাটি।
সাংবাদিক মাজহারুল আনোয়ার টিপু বলেন, বিষয়টি প্রথমেই স্থানীয় পুলিশ কর্মকর্তাদের অবগত করেছি। পরে মানবিক কারনে তাকে আমি আশ্রয় দিয়েছি। এখন তিনি স্বজনদের কাছে যেতে চান।
0Share