লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের নিয়ে জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ গঠিত হয়েছে। সভাপতি-দৈনিক মেঘনারপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাপ্তাহিক এলান এর সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ। বৃহস্পতিবার (২২অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর রোজগার্ডেনে প্রবীন সাংবাদিক হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর আলো পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ লক্ষ্মীপুরের স্থানীয় পত্রিকাসমূহের সম্পাদক ।
সর্বম্মতিক্রমে কমিটির সহ-সভাপতি হয়েছেন গাজী গিয়াস উদ্দিন (মাসিক বাংলার আওয়াজ), আবু জাকের রাবেত (দৈনিক আলচিশত) ও সহিদুল ইসলাম (দৈনিক রব)। যুগ্ম সম্পাদক-জহিরুল ইসলাম (দৈনিক উপকূল প্রতিদিন) ও কামাল উদ্দিন হাওলাদার ( দৈনিক রূপসী লক্ষ্মীপুর)। কোষাধ্যক্ষ আইনুল আহমেদ তানভীর ( দৈনিক লক্ষ্মীপুর নিউজ)। ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল (দৈনিক কালের প্রত্যাশা), প্রচার সম্পাদক আফজাল হোসেন সবুজ (দৈনিক সবুজ জমিন) ও দপ্তর মাকছুদুল হক (দৈনিক কালের প্রবাহ)।
নির্বাহী সদস্য-হোসাইন আহমেদ হেলাল (দৈনিক নতুনচাঁদ), এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন (দৈনিক লক্ষ্মীপুর আলো), একেএম সালাহ্ উদ্দিন টিপু (দৈনিক ভিশন), এএফএম মতিউর রহমান (দৈনিক ভোরের মালঞ্চ), আক্তার আলম (সাপ্তাহিক বর্তমান লক্ষ্মীপুর), এডভোকেট মাহবুবুল করিম টিপু (দৈনিক উপকুল কন্ঠ) ও মোহাম্মদ আবদুল্যাহ (দৈনিক মানবকল্যাণ) সহ সকল সম্পাদকগন নির্বাহী সম্পাদক হিসাবে থাকবেন।
উক্ত সভায় যথাশীঘ্রই এই সম্পাদক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
0Share