সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
চুড়ি-ওড়নায় কি পরিচয় মেলবে সে বেওয়ারিশ নারীর ?

চুড়ি-ওড়নায় কি পরিচয় মেলবে সে বেওয়ারিশ নারীর ?

চুড়ি-ওড়নায় কি পরিচয় মেলবে সে বেওয়ারিশ নারীর ?

Lakshmipur picনিজস্ব প্রতিনিধি: পরিচয় অজ্ঞাত। গলিত মৃতদেহ দাফন হয়েছে বেওয়ারিশ হিসাবে। দু’টি চুড়ি ও একটি ওড়না পুলিশ হেফাজতে। চলছে তদন্ত। কেটে গেছে প্রায় দেড় মাস। ধরা পড়েনি খুনি। পাওয়া যায়নি হতভাগ্য নারীর নাম-পরিচয়। পুলিশের তোলা লাশের বিভৎস্ব ছবি দেখে পরিচয় নির্ণয় কঠিন। দেহে থাকা চুড়ি-ওড়ানায় যদি পরিচয় মেলে, তবে স্বজনরা বুঝবেন তার শেষ অবস্থান। ৯ সেপ্টেম্বর  কমলনগর উপজেলার মেঘান নদী সংযুক্ত বাতির খাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের ওই নারীর গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে ১০ সেপ্টেম্বর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদ সংলগ্ন জিন মসজিদের সামনে তার দাফন করা হয়।
কমলনগরের হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বলেন, দু’ পা বাধা, গলায় ওড়না পেচানো পোষাক বিহীন মৃতদেহটি খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এসময় তার হাতে পড়া দুইটি এ্যামিটেশনের চুড়ি ও একটি ওড়না উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারনা উদ্ধার হওয়া ওই নারীর ব্যবহৃত চুড়ি ও ওড়না হয়তো তার পরিচয় মেলাতে সহায়ক হবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে শহরে নেই ফুটওভার ব্রিজ; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে হাজারো মানুষ 

লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com