সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির ভুলুয়া আশ্রয়ন প্রকল্পে সুপেয় পানির জন্য হাহাকার

রামগতির ভুলুয়া আশ্রয়ন প্রকল্পে সুপেয় পানির জন্য হাহাকার

রামগতির ভুলুয়া আশ্রয়ন প্রকল্পে সুপেয় পানির জন্য হাহাকার

Ramgoti news pic-09-11-2015মিশু সাহা নিক্কন,রামগতি: রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ভুলুয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ওই আশ্রয় কেন্দ্রে বসবাসকারী কয়েক হাজার আশ্রিতা অতি কষ্টে দিনাতিপাত করছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত ২০ বছর পূর্বে ৩২ একর জমির ওপর স্থাপিত আশ্রয়ন প্রকল্পে নদী ভাঙ্গা ১শ ১৬ পরিবার আশ্রয় নেয়। সে সকল পরিবারে প্রায় ২ হাজার সদস্যসহ ওই এলাকার আরো ২ হাজার মানুষ আশ্রয়ন প্রকল্পের প্রতিবেশি। সবমিলে প্রায় ৪ হাজার অধিবাসির জন্য অন্যান্য সুবিধার পাশাপাশি আশ্রয়ন প্রকল্প এলাকায় মাত্র একটি অগভীর নলকূপ ও চারটি পুকুর রয়েছে।

কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় প্রকল্পের পুকুর গুলো ভরাট হয়ে গেছে তাতে পুকুর গুলিতে শুধু মাত্র বর্ষাকালের ২/৩ মাস পানি থাকে। বাকি সময় কোন পানি থাকে না। তাই সুপেয় পানির অভাবে প্রকল্পে আশ্রিত দরিদ্র জনসাধারণ বাধ্য হয়েই অবিশুদ্ধ পানি পানসহ নিয়মিত কাজে ব্যবহার করছে। ফলে প্রকল্প এলাকায় পানিবাহিত নানা রোগ প্রতি বছরই দেখা দিচ্ছে।

সুপেয় পানির অভাব ছাড়াও প্রকল্পের ঘরগুলো নির্মাণ পরবর্তি অদ্যবধি পর্যন্ত সংস্কার কাজ না হওয়ায় ঘরগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে প্রকল্প এলাকার সড়কগুলো খানাখন্দক ভরপুর।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, আশ্রায়নের সমস্যাগুলোর ব্যাপারে উর্ধ্বতন মহল অবগত আছে এবং সমস্যা সমাধানে তারা তৎপর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমান উল্যাহ বলেন, প্রকল্প এলাকায় মানবিক সমস্যা বিদ্যমান। সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিকেল অফিসার ডাঃ নাফিস ইমতিয়াজ বলেন, বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৭০ ভাগ শিশু তার মধ্যে বেশির ভাগই ডায়রিয়া, পেটের পীড়া সহ পানি বাহিত রোগে আক্রান্ত, এদের মধ্যে বেশ কয়েকজন ওই আশ্রয়ন প্রকল্পের শিশু রয়েছে।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে শহরে নেই ফুটওভার ব্রিজ; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে হাজারো মানুষ 

লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com