মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয় সমুহের পিবিএম কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রধান শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা শনিবার শহরে অবস্থিত নছির আহম্মদ ভূঁইয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ এ আব্দুল জব্বার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ওসমান ভূঁইয়া। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ আলী প্রমুখ। কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা থেকে আগত সরকারী ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষক গন অংশ গ্রহন করেন।
কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়নে তাদেরকে এবং শিক্ষকদেরকে বিষয় সমুহের ওপর অনুশীলন, মাল্টিমিডিয়া পাঠদানসহ প্রতিষ্ঠান সমুহের পরিস্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।
মাধ্যমিক বিদ্যালয় সমুহের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এ ধরণের কর্মশালা লক্ষ্মীপুরে এটাই প্রথম বলে আয়োজকরা জানান।
0Share