নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুরে শনিবার সকালে সদর হাসপাতালে শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. এবিএম নিজামউদ্দিন প্রমুখ। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, মিডিয়া কর্মী ও স্বাস্থ্য সহকারীগন।
জেলার পাঁচটি উপজেলা ও ছয়টি থানায় একযোগে এক হাজার পাঁচ’শ স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের প্রায় তিন লাখ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচেছ। এর মাধ্যমে শিশুর রাতকানা রোগ থেকে রক্ষা, অন্ধত্ব নিবারণ, তার স্বাভাবিক বেড়ে ওঠা, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
0Share