“জিহাদের নামে মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না। জনগণ এবং পুলিশের মধে্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। জনগণের সহায়তা পেলে পুলিশ অনেক কিছুই করতে পারে। অনেক সামাজিক সমস্যা আছে যে গুলো প্রচলিত আইনে সমাধান করা সম্ভব নয়। সে সকল সমস্যা কমিউনিটি পুলিশের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। তবে দৃষ্টি রাখতে হবে তাতে যেন কোন দালাল সৃষ্টি না হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম দুই দিনের সরকারি সফরে এসে শনি বার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং
অায়োজিত এক সমাবেশে আইজিপি শহীদুল হক প্রধান অতিথি হিসাবে এ সব কথা বলেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম শাহাজান কামাল, সংসদ সদস্য মো: আবদুল্লা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম, জেলা প্রশাসক জিল্লুর রহিম চৌধুরী, পৌর মেয়র মো: আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা কমিউনিটি পু্লিশিং এর সভাপতি সৈয়দ জিয়াউল হক আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূইঁয়া আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের মাঝে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে নৃত্য উপভোগ করেন আইজিপি শহীদুল হক।
এ দিকে
বোরবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এবং বেলা সাড়ে ১১ টায় রামগঞ্জের মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের নব নির্মিত ভবন উদ্বোধন ও ঢাকার আনোয়ার হোসেন খান মেডিকেল কলেজ ও মর্ডান হাসপাতালের উদ্যেগে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরন করবেন আইজিপি। অনুষ্ঠানে পুলিশের আইজি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উপস্থিত থাকবেন।
0Share