নিজস্ব প্রতিনিধি: প্রার্থীদের জমজমাট প্রচারণা শেষে কমলনগরের ঐতিহ্যবাহী তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোট গ্রহন শেষে অভিভাবক সদস্য পদে ইসমাঈল হোসেন মেম্বার (৪শ ৩) আবদুর জাহের ভুইঁয়া(৩শ ৩২) আবদুল আলী (২শ ৬৬) এবং আবদুল হক জবু ২শ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির রিটার্ণিং অফিসার ও কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ৯শ ৮৭ ভোটারের মধ্যে ৬শ ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণে ভোটার ব্যাপক আগ্রহ ছিল।
অন্যদিকে শিক্ষক সদস্য পদে বংশীধারী ভৌমিক এবং কামাল উদ্দিন আহমেদ নির্বাচিত হন। অভিভাবক সদস্য পদের অপর প্রার্থীরা হলেন, আবদুল করিম, জাহাঙ্গীর আলম, মাকছুদের রহমান এবং ডাঃ মামুনুর রশিদ। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হলেন, রোকেয়া বেগম, দাতা সদস্য গোলাম হোসেন মিয়া এবং প্রতিষ্ঠাতা সদস্য পদে নির্বাচিত হন সাখাওয়াত হোসেন মিয়া। নির্বাচন পরিচালনা কমিটির রিটার্ণিং অফিসার ও কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মী, ভোটার এবং এলাকাবাসী কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত কমলনগরের ঐতিহ্যবাহী তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়টি বর্তমানে লক্ষ্মীপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনাম কুড়িয়েছে। এ বিদ্যালয় বর্তমানে ১৩শ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।
0Share