সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা ১১টার সময় চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গাঁছি বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি বসতঘর ভাংচুরসহ মালামাল লুট করা হয়। গুরুত্বর আহত দুই মহিলাসহ ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এএসআই সমর মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামকৃষ্ণপুর গ্রামের গাঁছি বাড়ির সেলিম মেম্বার ও ইসমাইলগংদের সাথে একই বাড়ির আব্দুর রহমান আরজু, জহির উদ্দিন ও নবীদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয়পক্ষের আদালতে মামলা চলমান থাকার পাশাপাশি থানাসহ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও ঘটনার মিমাংসা হয়নি। রোববার সকালে বিরোধীয় জায়গা থেকে সেলিম মেম্বারের লোকজন একটি টিনের বেড়া খুলে পেলে। এতে ক্ষীপ্ত হয়ে আরজু ও জহির উদ্দিনের নেতৃত্বে বহিরাগত আরো ১৫/২০ জন দলবদ্ধ হয়ে সেলিম মেম্বার ও ইসমাইলের পরিবারের উপর হামলা চালায় বলে দাবি করেছেন সেলিম মেম্বার। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে মোঃ আরিফ, সজিব, সুজন, ইসমাইল, মোঃ রাসেদ এবং প্রতিপক্ষ জহির উদ্দিনের মা আমেনা বেগম, খুকি বেগম, হাবিবুর রহমান, নুরনবী ও তোফায়েল আহম্মদসহ অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে আরিফ নামে একজনের বসতঘর ভাংচুরসহ মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগি ওই পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে সজিব, সুজন, আমেনা বেগম ও খুকি বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে উভয়পক্ষ মামলা দায়েরে করেছে বলে চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরের গন্ধব্যপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

অল্প সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আঘাত করতে পারে : এ্যানি

উপকূলের ক্ষতিগ্রস্থ ৩ হাজার কৃষক পেল প্রণোদনা, রবি প্রণোদনা পাচ্ছে আরো ৪ হাজার ৩৭৫জন কৃষক

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com