লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা ১১টার সময় চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গাঁছি বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি বসতঘর ভাংচুরসহ মালামাল লুট করা হয়। গুরুত্বর আহত দুই মহিলাসহ ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এএসআই সমর মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রামকৃষ্ণপুর গ্রামের গাঁছি বাড়ির সেলিম মেম্বার ও ইসমাইলগংদের সাথে একই বাড়ির আব্দুর রহমান আরজু, জহির উদ্দিন ও নবীদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয়পক্ষের আদালতে মামলা চলমান থাকার পাশাপাশি থানাসহ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও ঘটনার মিমাংসা হয়নি। রোববার সকালে বিরোধীয় জায়গা থেকে সেলিম মেম্বারের লোকজন একটি টিনের বেড়া খুলে পেলে। এতে ক্ষীপ্ত হয়ে আরজু ও জহির উদ্দিনের নেতৃত্বে বহিরাগত আরো ১৫/২০ জন দলবদ্ধ হয়ে সেলিম মেম্বার ও ইসমাইলের পরিবারের উপর হামলা চালায় বলে দাবি করেছেন সেলিম মেম্বার। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে মোঃ আরিফ, সজিব, সুজন, ইসমাইল, মোঃ রাসেদ এবং প্রতিপক্ষ জহির উদ্দিনের মা আমেনা বেগম, খুকি বেগম, হাবিবুর রহমান, নুরনবী ও তোফায়েল আহম্মদসহ অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে আরিফ নামে একজনের বসতঘর ভাংচুরসহ মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগি ওই পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে সজিব, সুজন, আমেনা বেগম ও খুকি বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে উভয়পক্ষ মামলা দায়েরে করেছে বলে চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে।
0Share