আলী হোসেন: লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ব বাজারস্থ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডির দুই সদস্য কামাল উদ্দিন ও শামছুল হক বাচ্চুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কমিটির মিটিংয়ে উদ্ধত্যপূর্ণ আচরণ, মাদ্রাসার অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। সোমবার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া ওই দুই জিবি সদস্যকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক মোঃ সফিক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্ণিং বডির এক সভায় অভিভাবক সদস্য কামাল উদ্দিন ও শামছুল হক বাচ্চু মাদ্রাসার এক শিক্ষকের উপর ছড়াও হয়ে চেয়ার নিয়ে ওই শিক্ষকের উপর হামলা চালান।
এতে ওইদিনের সভা প- হয়ে যায়। এছাড়া উপবৃত্তির টাকা আত্মসাত, ফরম ফিলাপে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, মাদ্রাসার পুরোনো ফাইল ও খাতাপত্র বিক্রির টাকা আত্মসাতসহ বিস্তর অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কমিটির মিটিংয়ে জোর দাবি জানান অন্যান্য সদস্য ও শিক্ষকরা। পরবর্তীতে গভর্ণিং বডির সভাপতি মোঃ সফিক উল্লাহর সভাপতিত্বে এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে অভিযুক্ত সদস্য কামাল উদ্দিন ও শামছুল হক বাচ্চুকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ব্যাপারে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও এনএসআই’র সাবেক পরিচালক মোঃ সফিক উল্লাহ ওই দুই জিবি সদস্যকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসার নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
0Share