প্রতিনিধি: রামগতির মেঘনা নদীতে অপহরণের ১৪ ঘন্টা পর কার্গো জাহাজ এমডি নিউজিও ভাগ্যকুলের অপহৃত মাস্টার কামরুল ও সুকানি জসিম উদ্দিন কে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণের পর জলদস্যুরা ওই নাবিকদের পরিবারের কাছে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও লক্ষ্মীপুর ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা নাবিকদের উদ্ধারের বিয়ষটি নিশ্চিত বলেন, রামগতি থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। অভিযানের সময় জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাজে মাস্টার ও সুকানিকে রেখে পালিয়ে যায়।
মেঘনা নদীতে নৌ-যান শ্রমিক অপহরণের ঘটনায় সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে নৌ-যান শ্রমিকরা। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি করিম মার্কেট কার্যালয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ এ ধর্মঘটের ডাক দেন।
পুলিশ ও জাহাজ সূত্রে জানা যায়, জাহাজ এমডি নিউজিও ভাগ্যকুলে বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে কয়লা বোঝাই করে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। পথে জাহাজটি রামগতি ও হাতিয়ার সীমান্তবর্তী এলাকায় টাংকির বাজার এলাকায় পৌঁছলে জলদস্যুরা হানা দেয়।
0Share