আলী হোসেন: লক্ষ্মীপুরে এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জেলার প্রথমস্থান অর্জন করেছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয়স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর গার্লস হাই স্কুল এবং তৃতীয়স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় ২৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৭২ জন এবং এ গ্রেড পেয়েছে ১৭২ জন।
লক্ষ্মীপুর সরকারি গার্লস হাই স্কুল থেকে ২৭৭ পরীক্ষার্থীর সবাই পাশ করে। এর মধ্যে এ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন এবং এ গ্রেড পেয়েছে ১১৫ জন এবং লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২৪ জন।
এ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন এবং এ গ্রেড পেয়েছে ৮২ জন পরীক্ষার্থী। ফলাফল অনুযায়ী জেলার প্রথমস্থান অর্জনকারী বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিগত ৫ বছর যাবত বিদ্যালয়টি জেলার প্রথমস্থান অর্জনের ধারাবাহিতকা অর্জন করেছে বলেও জানান, শিক্ষা কর্মকর্তা। দুপুরের পর ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
প্রথমস্থান অর্জনকারী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় জানান, ভালো মানের ফলাফল অর্জন করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি যত্মবান হতে হবে। তিনি বলেন, শুধু জেলার মধ্যে নয় আগামীতে বোর্ডের মধ্যেও সেরা দশে অবস্থান করাই আমাদের লক্ষ্য।
0Share