নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ শুরু করা হয়েছে। জেলার ৫টি উপজেলায় শিক্ষার্থীরা ১৮ লাখ নতুন বই হাতে পেয়েছে। নতুন এসব বইয়ের গন্ধে শিক্ষার্থীরা অনেকটা মাতোয়ারা (দিশেহারা)।
কমলনগর: শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কমলনগরের এসসি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল মামুন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব।
একই সময়ে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, জেলা ওলামালীগের সভাপতি আবদুল্লাহ আল ইস্রাফিল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন বিপ্লব এবং ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন।
লক্ষ্মীপুর: একই সময় বই উৎসবে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন ।
এদিকে জেলার সেরা স্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্থ বৃহত্তম নোয়াখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের রেক্টর হোসেন আহম্মদ। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
একই সময় প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মুনছুর আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান এম ছাবির আহম্মদ, বৃহত্তম নোয়াখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, ম্যানেজিং কমিটির সদস্য কাজী সোলায়মান ও অভিভাবক জয়নাল আবেদীন কাজল প্রমুখ।
রামগতি: দুপুর ১২ টায় রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল মামুন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও রামগতি পৌর সভার নব নির্বাচিত মেয়র মেজবাহ উদ্দিন মেজু।
উত্তর বড়খেরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরনী উৎসব পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার ও বড়খেরী ইউ.পি. চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস, শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, জাবের মেম্বার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর চন্দ্র দে সহ সহকারী শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগন।
রায়পুর: রায়পুরে ১২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার সেটে প্রায় ২ লক্ষ বই এবং ৫১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মাঝে সর্বমোট ছয় লক্ষ বই বিতরন করা হয়েছে। সকাল ১০টায় হায়দরগঞ্জ টিআরএম, শহরের ষ্টেশন মডেল, বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু নিকেতন, শায়েস্তানগর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মার্চ্চেন্টস একাডেমী, এল,এম পাইলট মডেল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আলীয়া কামিল মাদ্রাসা, হায়দরগঞ্জ তাহেরিয়া আর,এম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ও জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ইউ,এন,ও শারমিন আলম, এসিল্যান্ড শামিম হোসেন, আলহাজ্ব মাওলানা তাহের ইজ্জুদ্দীন আল মাদানী, অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার রায় সহ কমিটির সভাপতি গন ।
এদিকে, জেলার রামগঞ্জে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই নিয়ে বাড়ি ফিরেছে। লক্ষ্মীপুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানায়, লক্ষ্মীপুর জেলার রামগতি কমলনগর রায়পুর রামগঞ্জ ও সদর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ১৮ লাখ পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
0Share