নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরের সাইফিয়া দরবার শরীফ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীসহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ জানুয়ারী) সকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু ছায়েদ বাদী হয়ে মামলাটি করেন। যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর মধ্যে চররমনীমোহন ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিক আহমদ ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিলন হোসেন রয়েছেন। এজাহারে অন্য ৬০ আসামিকে অজ্ঞাত পরিচয় বলে উল্লেখ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, পুলিশকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। এরই মধ্যে আরিফুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
শুক্রবার ( ১জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীরহাটের সাইফিয়া দরবার শরিফে পুলিশের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ, কনস্টেবল আল আমিন, আবদুল মোতালেব ও মো. হাছানসহ চার পুলিশ সদস্য আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর আটক করা হয় ছাত্রলীগকর্মী রিমন হোসেনকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফিয়া দরবার শরিফে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ছিল শুক্রবার। এতে আগত মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকেটে খাবার নিচ্ছিলেন। ওই সময় চররমণী মোহন ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিক আহমদ ওরফে শরিফ মোল্লা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিলন মোল্লাসহ ১০-১৫ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী টিকেট না নিয়ে খাবার নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামালা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ফাও খেতে না দেওয়ায় পুলিশের ওপর হামলা করা হয়েছে।
0Share