নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে এ পাঠদান করান।
এসময় তিনি ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে মত বিনিময়, এবং তৃতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নেন; তাদেরকে সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়া-লেখা- খেলাধুলা ও ইবাদত করার জন্য উপদেশ করেন।
এর আগে ইউএনও হাজিরহাট মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়) ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তখন তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে ও পড়ালেখা নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, প্রকৃত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ ও গণগতমান উন্নয়নে- স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে। এছাড়া হাজিরহাট মিল্লাত একাডেমীর নবম-দশম শ্রেণির ক্লাস নেয়ার কথা ভাবছেন বলে জানান ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান করানো- ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতমহল, শিক্ষানুরাগীসহ অভিভাবকরা।
0Share