রায়পুর প্রতিনিধি: রায়পুরে ভূঁইয়া কামাল রায়হান নামে এক স্কুল শিক্ষকের বসতভিটায় হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার আহছান উল্যার নেতৃত্বে শতাধিক লোক এ হামলা চালায় বলে স্কুল শিক্ষকের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে পৌর শহরের নতুনবাজারের পানবাজার এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছে।
রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভূঁইয়া কামাল রায়হান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে ৩০ শতাংশ জমি নিয়ে একই এলাকার আহছান উল্যা ও তাজল ইসলাম গংদের সাথে বিরোধ ও মামলা চলে আসছে। ওই জমিতে প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলাও রয়েছে। কাগজেপত্রে ও মামলায় জিততে না পেরে ঘটনার সময়ে আহছান উল্যা, তাজল ইসলাম ও কালুর নেতৃত্বে শতাধিক লোক দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তাঁর বসতভিটায় অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও তাদেরকে মারধর করে। ভাংচুর ও লুটপাটে তার ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। আহন হন তিনি নিজে, স্ত্রী ফারজানা আক্তার ও ছেলে তাছিম।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর পরই তারা এলাকা ত্যাগ করে। আহছান উল্যার ছোট ভাই ছানা উল্যা বলেন, আমার ভাই-ভাতিজারা তাদের খরিদা সম্পত্তির দখল নিতে গিয়েছে। তারা শিক্ষকের সম্পত্তি ভাংচুর বা লুটপাট চালায়নি বলে তিনি দাবী করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মামলা দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0Share