আলী হোসেন: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অমর একুশে উপলক্ষে ৩ দিনব্যাপি বই মেলার আয়োজন করা হবে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে আগামী ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চন্দ্রগঞ্জে বই মেলার আয়োজন করা হয়। ইতিমধ্যে বিভিন্ন প্রকাশনী ও বই বিক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে স্টল ভাড়া নেয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জানান, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী বই মেলা উদ্বোধনের কথা রয়েছে। ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি বলেন, এই এলাকার বই প্রেমিক অনেক মানুষ ঢাকা কিংবা জেলা শহরে গিয়ে বই কেনার মত সময় হয়না। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে বই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। পাঠক ও দর্শনার্থীদের আশানুরুপ সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে ৭ দিনব্যাপি মেলার আয়োজন করা হবে বলেও প্রধান শিক্ষক জানান।
0Share