নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এক বিধবা নারীর সম্পত্তি দখলে নিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদের নানা অপচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আইনের তোয়াক্কা না করে এ চক্রটি গত ৪ এপ্রিল সোমবার ভোর রাতে ওই বিধবার প্রায় অর্ধকোটি টাকা মূল্যের এক খন্ড জমিতে জোরপূর্বক টিনের (দো-চালা) ঘর নির্মাণ করে দখলে নেয়ার চেষ্টা চালায়।এ ঘটনায় ভুক্তভোগী ঝর্না বেগম চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, দেওপাড়া গ্রামের নতুন বকশি বাড়ির মৃত খোকন মিয়ার স্ত্রী ঝর্না বেগম স্বামীর মালিকীয় সম্পত্তিতে বসবাস ও ভোগ দখল করে আসছিল। তার স্বামী জীবিত থাকাকালে দিনমজুরী করে সংসার চালালেও বাবার রেখে যাওয়া সম্পত্তি আগলে রাখেন। যার বর্তমান বাজার দর প্রায় কোটি টাকা। খোকনের মৃত্যুর পর পাশের রেনু বলির বাড়ির (ছাঁড়া বাড়ি) কাজী মাহবুব, আবু, সুজা মিয়ার কু-দৃষ্টি পড়ে ওই সম্পত্তিতে। তারা খোকন ও তার বোনের কাছ থেকে ১১শতাংশ জমি কিনে খোকনের ৩৬শতাংশ জমি দখলে নিতে ও খোকনের স্ত্রী সন্তানদের ভিটেমাটি ছাড়া করতে নানা অপচেষ্টা ও অত্যাচারে লিপ্ত হয়।
এ নিয়ে আদালতে মামলা রয়েছে। এছাড়াও স্থানীয় গন্যমান্যরা একাধিকবার শালিস বৈঠকে মিমাংসার চেষ্টা করে। কিন্তু ওই প্রভাবশালীরা আইন কিংবা স্থানীয় বৈঠকের তোয়াক্কা না করে গত ৪এপ্রিল ভোর রাতে ২০ থেকে ২৫জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই বিধবার এক খন্ড জমিতে টিনের দোচালা ঘর করে দখলের চেষ্টা করে।
ঝর্না বেগম জানান, আবু ও কাজি মাহবুররা পেশী শক্তির জোরে তার সম্পত্তি জবরদখল করছে। তাকে ও তার সন্তানদের বসতভিটি ছাড়া করতে নানাভাবে অত্যাচার করছে।তাকে একাধিকার মারধরও করে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকী দেয়া হয় বলেও জানান তিনি।
এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযোগের তদন্ত কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার এসআই পুষ্প রঞ্জন চাকমার মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
0Share