আলী হোসেন: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং দশম শ্রেণির ছাত্রী ঋশিতা রানী পাল দেশাত্মকবোধক গানের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগি নির্বাচিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে জেলাপর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন, শিক্ষার্থীদের মধ্যে হামদ্ নাত, দেশাত্মবোধক গান পরিবেশন ইত্যাদি।
সোমবার বিকেলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিযোগি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফ এ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষে শ্রেষ্ঠত্ব পুরস্কার হিসেবে সনদপত্র গ্রহণ করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। দেশাত্মবোধক গানে জেলার শ্রেষ্ঠ সনদপ্রাপ্ত শিক্ষার্থী ঋশিতা রানী পালকে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।
0Share