নিজস্ব প্রতিবেদক: একাধিকবার অকৃতকার্য হওয়ায় এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা (পুরাতন সিলেবাস) অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা একাই দিতে হয়েছে মো. আল আমিন নামের এক শিক্ষার্থীকে। তবে তার জন্য পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে হয়েছে ১০ জনকে।
বৃহস্পতিবার হাজিরহাট উপকূল কলেজ কেন্দ্রে ওই শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এ সময় পরীক্ষার আয়োজনে ছিলেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, পরীক্ষা কমিটির তিন সদস্য, একজন কক্ষ পরিদর্শক, দুজন পুলিশ সদস্য ও দুজন দপ্তরি (এমএলএসএস) মোট ১০ জন।
পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজিরহাট উপকূল কলেজের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন জানান, হাজিরহাট ডিগ্রি কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আল আমিন এর আগেও একাধিকবার অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে পরীক্ষা দিয়েও কৃতকার্য হতে পারেনি। চলতি এইচএসসি পরীক্ষায় পুরাতন সিলেবাসের অন্য কোনো পরীক্ষার্থী না থাকায় ওই পরীক্ষার্থীকে একাই পরীক্ষা দিতে হয়েছে।
0Share