ঢাকা: কেউ লিখল ঘূর্ণিঝড় রোয়ানু বিধ্বস্ত উপকূল নিয়ে, কেউ লিখল লবণ পানিতে ফসলের ক্ষতি নিয়ে, কেউ লিখল নদীভাঙণ নিয়ে। যাতায়াত সমস্যা, অরক্ষিত জনপদ, পর্যটন বিকাশে বাঁধা, মৎস্যজীবীদের সমস্যা ইত্যাদি নানান বিষয় উঠে এলো ওদের লেখায়। আর এইসব লেখা প্রকাশিত হলো উপকূলের পড়–য়াদের তৈরি করা ব্যতিক্রমী ধারার দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’তে।
ঢাকায় অবস্থানরত উপকূলের পড়ুয়াদের লেখালেখি দল ‘আলোকযাত্রা’ দলের উদ্যোগে আজ শুক্রবার দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ প্রকাশিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী সংবাদ লিখন ও দেয়াল পত্রিকা তৈরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে পড়–য়া ২২ জন তরুণ অংশ নেয়। এরা সকলেই উপকূলের বিভিন্ন এলাকার বাসিন্দা। কর্মশালায় লেখার বিষয় নির্ধারণ করা হয় এবং সেই লেখাগুলো দেয়াল পত্রিকায় স্থান পায়।
সংবাদ লিখন ও দেয়াল পত্রিকা কর্মশালায় বিভিন্ন বিষয়ে উপকূল পরিচিতি ও উপকূলের ইস্যু, মানবাধিকার সাংবাদিকতা, উন্নয়নধারায় তথ্যপ্রবাহের ভূমিকা, অনলাইন সাংবাদিকতা, তথ্য সংগ্রহের কৌশল ও প্রতিবেদন লেখা এবং দেয়াল পত্রিকা তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা হয়। অংশগ্রহনকারীরা লেখা শেষে হাতে কলমে দেয়াল পত্রিকা প্রকাশ করে। কর্মশালার আলোচনায় উপকূলের বিভিন্ন বিষয়ে উঠে আসে। উপকূলের ঝুঁকি, সমস্যা, মানুষের জীবনযাপন, পরিবেশসহ সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় আলোচনায় ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিনিয়র রিপোর্টার ও মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল। ‘উন্নয়নধারায় তথ্যপ্রবাহের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন উন্নয়নধারা ট্রাষ্টের প্রধান নির্বাহী আমিনুর রসুল বাবুল। ‘উপকূলের পরিবেশ ইস্যু’ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মিহির বিশ্বাস। ‘অনলাইন সাংবাদিকতা’ বিষয়ে আলোচনা করেন পরিবর্তন ডটকম-এর সম্পাদনা পর্ষদের সদস্য ড. কাজল রশীদ শাহীন। ‘তথ্য সংগ্রহের কলাকৌশল ও প্রতিবেদন লেখা’ বিষয়ে আলোচনা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান রিমন। ‘উপকূল পরিচিতি, উপকূলের ইস্যু, লেখার কৌশল এবং দেয়াল পত্রিকা প্রকাশের কলাকৌশল নিয়ে আলোচনা করেন উপকূল-সন্ধানী সংবাদকর্মী ও দেয়াল পত্রিকা বেলাভূমি প্রকাশের উদ্যোক্তা রফিকুল ইসলাম মন্টু।
পত্রিকাটি প্রকাশের আগে অংশগ্রহনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে সম্পাদনা পরিষদ গঠণ করা হয়। এতে সম্পাদক নির্বাচিত হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ছাত্র ইকবাল হোসেন। সম্পাদনা পরিষদের সদস্য নির্বাচিত হয় ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. বিল্লাল হোসেন, স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছাইফুল ইসলাম মাসুম ও মরিয়ম খানম, সরকারি বাংলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. মাসুদ আলম এবং বরগুনা সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এম. সুলাইমান। সম্পাদনা পরিষদ ও অংশগ্রহনকারীরা মিলে ঢাকায় বেলাভূমির প্রথম সংখ্যাটি প্রকাশ করে। নিজেদের লেখা রঙিণ কাগজে লিখে তারা তৈরি করে দেয়াল পত্রিকা। রঙিণ কলমের আঁচড়ে কোমল হাতের আলপনায় বেলাভূমি জীবন্ত হয়ে ওঠে।
সংবাদ লিখন ও হাতে কলমে দেয়াল পত্রিকা তৈরির এই কর্মশালার আয়োজন করে উপকূল নিয়ে কর্মরত প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ। সহ-আয়োজক হিসাবে ছিল লেখালেখির সংগঠণ ‘আলোকযাত্রা’ ঢাকা কেন্দ্রীয় দল, দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ এবং উপকূল সাংবাদিকদের সংগঠণ ‘কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আয়োজনে সহায়তা করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট ও আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের ‘অংশগ্রহন সনদ’ দেয়া হয়।
প্রসঙ্গত, উপকূল-সন্ধানী সংবাদকর্মী রফিকুল ইসলাম মন্টু পেশাগত কাজের অংশ হিসাবে স্কুল-কলেজ পড়–য়া ছেলেমেয়েদের নিয়ে উপকূল জুড়ে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ প্রকাশের উদ্যোগ নিয়েছেন। উপকূলের প্রায় অর্ধশত স্কুল-কলেজে পড়–য়াদের নিয়ে গঠিত আলোকযাত্রা দল এই দেয়াল পত্রিকা প্রকাশ করছে। এরমধ্য দিয়ে তারা নিজেদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে। এর ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় উপকূলের তরুণেরা ‘আলোকযাত্রা’ দলের ছায়ায় মিলিত হয়ে রাজধানীতে ‘বেলাভূমি’ প্রকাশ শুরু করল।
0Share