রায়পুর প্রতিনিধি: রায়পুরে আল-আমিন নামে এক দন্ত চিকিৎসককে পিটিয়ে গুরুতর জখম করে উল্টো থানায় দুটি মিথ্যা অভিযোগ করে চরম হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে ইউসুফ নামে আরেক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আহত আল আমিন পালিয়ে বেড়াচ্ছেন এবং চিকিৎসা করতে দিবে না বলে ইউসুফ তাকে ও তার পরিবারকে নানান ভাবে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় আহত চিকিৎসক আল আমিন অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন। রবিবার সন্ধ্যায় শহরের শাহী হোটেল সংলগ্ন পারভিন ডেন্টালের মালিক (দন্ত চিকিৎসক) ইউসুফ তার চেম্বারে নিয়ে আল আমিনকে পিটিয়ে জখম করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আহত আল আমিন বলেন, রাবিবার সন্ধ্যায় তার নিজের চেম্বার থেকে রোগী দেখানোর কথা বলে ইউসুফ তার পারভিন ডেন্টাল কক্ষে ডেকে নিয়ে যায়। এসময় মিথ্যা অজুহাত দিয়ে ইউসুফ ও তার ভাই সৌরভ সহ তিনজন লাঠি ও কিল-ঘুষি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় তারা আমাকে প্রাণে মেরে ফেলার জন্য ইনজেকশন দেওয়ার চেষ্টা করে । আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে। অথচ মানছুরা নামে এক মহিলা ও ইউসুফ নিজে বাদী হয়ে থানায় দুটি মিথ্যা অভিযোগ দায়ে করে আমাকে হয়রানি করছে।
অভিযোগ অস্বীকার করে ইউসুফ বলেন, আমার একটি রোগীকে নিয়ে আল-আমিন তার চেম্বারে ভুল চিকিৎসা দেওয়ার প্রতিবাদ করায় সে আমার উপর ক্ষিপ্ত হলে তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়। সে ও তার পরিবার হুমকি দেওয়া থানায় অভিযোগ দিতে বাধ্য হয়েছি।
রায়পুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, দুই দন্ত-চিকিৎসকের মধ্যে মারামারি ঘটনায় থানায় ও আদালতে ৩টি মামলা হয়েছে। তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0Share