নিজস্ব প্রতিনিধি: রায়পুরে চলছে জমজমাট জুয়ার আসর।মেঘনায় নদীতে মাছ না থাকায় মেঘনার হাজিমারা পুলিশ ফাঁড়ি পার্শ্বে খেলা হচ্ছে এ জুয়া। দিনে ও রাতে জুয়ার কোট বসিয়ে ১০ লক্ষ টাকার বেশিএ খেলার আয়োজন করেন স্থানীয় জেলেরা। নদীতে মাছ না থাকায় তারা পুলিশকে ম্যানেজ করে জুয়া খেলে সময় কাটাচ্ছেন বলে জানান জেলেরা। পুলিশ জানান, জুয়া খেলার বিষয়টি তারা শুনেছেন। জুয়ারীদের খেলার স্থান সনাক্তসহ দ্রুত খোজখবর নিয়ে ব্যবস্তা নেয়া হবে। এতোমধ্যে পুলিশ এলাকার বিভিন্ন স্থানথেকে জুয়ারীদের কয়েকজনকে আটক করে ভ্রাম্য আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন ও তা অব্যাহত রাখা হবে ।
এলাকাবাসী জানান,পুলিশের তৎপরতা না থাকায় গত কয়েকদিন ধরে জুয়ার কোট বসিয়ে খেলার আয়োজন করেন স্থানীয় জেলেরা। তারা নদীতে মাছধরতে না গিয়ে কয়েকজন জেলে উর্ত্তীবয়সী যুবক,হোটেল শ্রমিক,সিএনজি চালিত অটোরিকসা চালক,দাদন ব্যবসায়ীসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত লোকজন এ খেলায় অংশ নেন।
নাম প্রকাশ না করা শর্তে জুয়া খেলায় মগ্ন এক জেলে জানান, নদীতে মাছ না থাকায় তারা সময় পাস করতে জুয়া খেলছেন।তিনি জানান, আগে এখেলা প্রকাশ্যে খেলতেন। এখন তারা চুরি করে খেলতে গিয়েও পুলিশকে ম্যানেজ হয়।
স্থানীয়রা জানান,দ্রুত জুয়া খেলা বন্ধ না করলে এলাকায় চুরি ছিনতাইয়ের প্রবণতা বেড়ে যাবে।তাই দ্রুত পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করে তা বন্ধের দাবী জানিয়েছেন বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিসহ বিভিন্ন কোম্পানীর এজেন্ট ও সাধারণ মানুষসহ স্থানীয় ব্যবসাসায়ী।
এ ব্যাপারে হাজিমারা পুলিশ ইনচার্জ এস আই ইয়াহিয়া জানান,তিনি গত এক সপ্তাহ হয় হাজিমারা পুলিশ ফাঁড়িতে যোগদান করেছেন। এ বিষয়টি তিনি শুনেছেন । খোজ খবর নিয়ে ব্যবস্তা নিবেন বলে জানান তিনি।
0Share