নিজস্ব প্রতিনিধি: রায়পুর উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে “বাতিঘর” নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে প্রশাসন। পৌর শহরের পান বাজার এলাকায় সুইপার কলোনির ৩০ জন সুবিধা বঞ্চিত পথশিশু শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে এ শিক্ষালয়টি। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম স্থানীয় কিছু যুবকের সহযোগিতায় সরকারি খাস জমিতে গড়ে তোলেন এটি।
শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদ উল হাসান এটি উদ্বোধন করেন। এ সময়ে টেনিস তারকা ওয়ালিদ মুরাদ, রায়পুর ফ্রেন্ডস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি তুহিন চৌধুরী, ডেন্টিস্ট মুরাদ, মহানন্দ অধিকারি, দোলন কুরি প্রমুখ উপস্থিত ছিলেন ।
0Share