নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার শ্রেণি কক্ষগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে স্কুল কর্তৃপক্ষের হাতে সিসি ক্যামেরার মনিটর হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, রায়পুর সহকারী কমশিনার (ভূমি) শামিম হোসেন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিত কুমার পাল প্রমুখ।
0Share