নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ১৫ ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়। এছাড়াও ওই প্রতিষ্ঠানের কামাল উদ্দিন আহমেদ বাহারে উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।ইতোপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন শেষে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষনাপূর্বক সদনপত্র ও নগদ অর্থ পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।এ সময় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার ৫৬ জন প্রতিযোগিকে ও পুরস্কৃত করা হয়।
কলেজ ক্যাটাগরিতে উপজেলার একমাত্র হাজিরহাট উপকূল কলেজ, মাদরাসা ক্যাটাগরিতে হাজিরহাট হামেদিয়া ফাজেল ডিগ্রী মাদরাসা এবং বালিকা বিদ্যালয় ক্যাটাগরিতে উপজেলার একমাত্র তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয় পুরস্কার হিসাবে সদনপত্র ও নগদ অর্থ পেয়েছে।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, শ্রেষ্ঠ মাদরাসা অধ্যক্ষ নির্বাচিত হন হাজিরহাট হামেদিয়া ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ জায়েদ হোসেন, শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্বাচিত হন তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যায়েদ বিল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)তৌহিদুল ইসলামসহ প্রতিষ্ঠান প্রধানগন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে ২৫ ক্যাটাগরিতে উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে। জানা যায়, আধুনিক সুযোগ সুবিধাসহ তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কমলনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এ বিদ্যালয়ে প্রায় সাড়ে ১৩শ ছাত্রছাত্রী অধ্যয়নরত। ভালো লেখাপড়াসহ, সংস্কৃতি, খেলাধূলা ও শিক্ষায় প্রযুক্তিনব্যবহারে এ প্রতিষ্ঠানের সুনাম রয়েছে জেলা ব্যাপী।
0Share