নিজস্ব প্রতিনিধি: জাতীয়করণের লক্ষ্যে ৭৯ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর আগে প্র্ধানমন্ত্রী শেখ হাসিনা এই ৭৯টি বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক অনুমোদন দেন। শিক্ষা মন্ত্রণালয় ১৩ জুলাই স্কুলগুলোর নাম শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেয়। অধিদপ্তর এই স্কুলগুলোতে সব ধরণের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবে শিগগিরই। অধিদপ্তরের সহকারি পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে একথা বলা হয়েছে। জাতীয়করণের লক্ষ্যে তালিকাভুক্ত স্কুলগুলোর মধ্যে লক্ষ্মীপুর জেলায় একমাত্র রায়পুর এলএম মডেল একাডেমীর নাম রয়েছে।
উল্লেখ্য ১৯১১ সালে তৎকালিন জমিদার গজনফর আলী চৌধুরসহ কয়েকজনের অনুপ্রেরনায় রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে ৩ একর ৮৬ শতাংশ জমিতে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে ২২ জন শিক্ষক-কর্মচারী কর্মরতসহ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৯’শ শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।
0Share