নিজস্ব প্রতিনিধি: রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী মার্চ্চেন্টস একাডেমী জাতীয় করণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রায়পুর শহরের প্রধান সড়কে বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণে নীতিমালা-২০১৬ এ উল্লেখিত সকল যোগ্যতার অধিকারী হওয়ায় মার্চ্চেন্টস একাডেমী জাতীয় করণের একমাত্র দাবিদার। চলতি বছরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার শ্রেষ্ট বিদ্যালয় হিসেবেও এটি স্বীকৃতি পায়। বর্তমানে অদৃশ্য শক্তির বলে এলএম (লিয়াকত মেমোরিয়াল) পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয় করণের পাঁয়তারা চলছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মার্চ্চেন্টস একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটওয়ারী, শিক্ষক জিল্লুর রহমান, হুমায়ুন কবির ও ওমর ফারুক প্রমুখ। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশ নেয়।
0Share