আলী হোসেন: লক্ষ্মীপুর জেলায় ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সারাদেশে একযোগে ২০০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত এই ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন, লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৯টি, রায়পুর উপজেলায় ৪টি, রামগঞ্জ উপজেলায় ৪টি, রামগতি উপজেলায় ৩টি এবং কমলনগর উপজেলায় ৩টিসহ মোট ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।
লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম ফলক উম্মোচন করেন, সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম ফলক উম্মোচন করেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, পরিচালনা পরিষদ সদস্য, মাওঃ আব্দুল কুদ্দুছ, কাজী মোস্তফা কাজল, কামাল হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের কম্পিউটার এবং ভাষা প্রশিক্ষণে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ২০০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
0Share