মো.জুনাইদ আল হাবিবঃ- বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপে লক্ষ্মীপুরের মেঘনার অস্বাভাবিক উত্তাল ঢেউয়ে প্রান্তিকের গ্রামীণ জনপদগুলো জোয়ারের পানিতে ভাসছে। জোয়ারের সময় প্রবল বাতাসে গতকালের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।এতে,এই প্রান্তিক উপকূলের স্কুল-কলেজ,মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের আতংকে বাড়ি ফিরতে দেখা যায়।১৭ ই আগষ্ট বিকাল ২:৩০ এর সৃষ্ট জোয়ারে লক্ষ্মীপুরের প্রান্তিকের জনপদগুলোতে প্রবল বাতাসে উত্তাল ঢেউয়ে পানি প্রবেশ করতে দেখা যায়।মেঘনাপাড়ে বিকাল ৩:৩০ এ দেখা মিলে ৬৫ বছরের বৃদ্ধা আবু মুছার সাথে।তিনি জানান,গতকাল অনেক কম ছিল জোয়ার, আজকে হঠাৎ বৃদ্ধি পেয়ে জনপদে ডুকে পড়ে।তিনি আরো বলেন, আগামীকাল ও পরশু পানির উচ্চতা অনেক বৃদ্ধি পেতে পারে।
এদিকে গত কিছু দিন আগের জোয়ারের স্রোতে কমলনগর উপজেলার উত্তর পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তাটি বিধ্বস্ত হওয়ায় স্কুল শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছা অনেক বাঁধার সম্মুক্ষীণ হতে হচ্ছে।এই রাস্তাটি দীর্ঘ ৮ বছর আগে সংস্কার করার পর এখন পর্যন্ত কোন উন্নয়নের ছোঁয়া মেলেনি। অন্যদিকে লক্ষ করা যায় জোয়ারের পানিতে আউশের বাম্পার ফলন পানি ডুবে আছে।গত কিছু দিন আগের বন্যায় কমলনগর উপজেলার নিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের আউশ ধান পানিতে ডুবে ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে। এতে,অনেক ধান পানিতে ঝরে উধাও হয়ে যায়। জানা যায়, কমলনগর উপজেলার চরকালকিনি, চরমার্টিন,চরলরেন্স,সাহেবেরহাট,চরফলকনসহ মেঘনাতীরের গ্রামগুলো জোয়ারের পানিতে ভাসছে । সমস্যা সমাধানে প্রশাসনে জরুরী হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা ।
0Share