রায়পুর প্রতিনিধি : এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে লক্ষ্মীপুরের রায়পুরে ৭ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় ১০টি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান থেকে এইচএসসিতে গড় পাশের হার ৫১% ও আলিমে ৯১% অর্জন করেছেন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-রায়পুর মহিলা কলেজে ৪ জন, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ১ জন, হায়দরগঞ্জ ফাজিল মাদ্রাসা থেকে ৩ জন।
প্রতিষ্ঠাগুলোর মধ্যে রায়পুর সরকারি কলেজ থেকে ৪২৫ জনের মধ্যে ১১৮, মহিলা কলেজে ১৯৫ জনের মধ্যে ১৩২ জন, হায়দরগঞ্জ মডেল কলেজ ৩১০ জনের মধ্যে ৩০৬জন, রুস্তমআলী ডিগ্রী কলেজ ৯০ জনের মধ্যে ৩৯ জন, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ৮৮ জনের মধ্যে ৭৮ জন এবং রায়পুর আলী কামিল মাদ্রাসায় ১৫৪ জনের মধ্যে ১৪০ জন, হায়দরগঞ্জ ফাজিল মাদ্রাসায় ৬৬ জনের মধ্যে ৬২ জন , লামছরি ফাজিল মাদ্রাসা থেকে ৩২ জনের মধ্যে ২৮ জন ও এম রহমান আলিম মাদ্রাসা থেকে ৩১ জনের মধ্যে ২৯ জন শিক্ষার্থী উর্ত্তীর্ণ হয়েছে।
উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন ও পরিদর্শক মোঃ মাঈনুদ্দীন বলেন, এবারের এইচএসসির কলেজ পর্যায়ে অসোন্তস এবং মাদ্রাসার ফলাফলে সন্তোষজনক। আগামীকে ভলো ফলাফলের লক্ষ্যে কঠোরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কমলনগর: কমলনগর উপজেলায় পাশের হার শতকরা ৫৪ দশমিক ৪৫। উপজেলায় একমাত্র কলেজ হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ থেকে ৭৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করে ৪০৪ জন।
হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব জানান, কলেজটি থেকে মানবিক বিভাগের ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন, বিজ্ঞান বিভাগের ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২২৩ জনের মধ্যে ১৩১ জন পরীক্ষার্থী পাশ করেছে।
0Share