সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
রায়পুরে বিএনপি অফিসে হামলা

রায়পুরে বিএনপি অফিসে হামলা

0
Share

রায়পুরে বিএনপি অফিসে হামলা

নিজস্ব প্রতিনিধি: রায়পুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। এ সময় কার্যালয়ের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গাজী কমপ্লেক্সের পেছনে ভবনের তৃতীয় তলার বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী অফিসের ছাদের ওপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা বিএনপি সূত্র জানিয়েছে, বিকেলে অফিসে আলোচনা সভা ও কেক কেটে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ কর্মসূচিতে যোগ দিতে জেলা বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ ছাত্রদলের কিছু নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে রবিদাসপুল থেকে রায়পুরে আসেন।

ঘটনার সময় গাজী কমপ্লেক্সের পাশে দলীয় নেতাকর্মীরা আবুল খায়ের ভূঁইয়াকে পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সেখানে হামলা করে। হামলা থেকে বাঁচতে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও গাজী কমপ্লেক্সের ভেতরে গিয়ে আশ্রয় নেন।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ের ভবনের নিচে গেইটে অবস্থান নিয়ে আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে নিচ থেকে ইটপাটকেল ও কোমল পানীয়ের বোতল ছুড়ে কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। এরপর পুলিশি হস্তক্ষেপে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় ছাত্রদলের কয়েকজন উচ্ছৃঙ্খল নেতাকর্মী অফিসের ছাদের ওপর থেকে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অবশ্য কার্যালয়ের ভেতরে কেক কেটে দলীয় নেতাকর্মীদের বের করে দেয়া হয়। তবে উভয়পক্ষের কোনো নেতাকর্মী আহত হননি।

এ ব্যাপারে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ জড়ো হওয়ার খবরে আমরা সেখানে গিয়েছি। তারা ওপর থেকে নেতাকর্মীদের ওপর ইটপাটকেল মেরেছে। এসপির অনুরোধে আমরা নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে সরে এসেছি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের কার্যালয়ের কয়েকটি কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে রায়পুর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল করিম বলেন, ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরের গন্ধব্যপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

অল্প সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আঘাত করতে পারে : এ্যানি

উপকূলের ক্ষতিগ্রস্থ ৩ হাজার কৃষক পেল প্রণোদনা, রবি প্রণোদনা পাচ্ছে আরো ৪ হাজার ৩৭৫জন কৃষক

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com