নিজস্ব প্রতিনিধি: রামগতিতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকার)’ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের ভ্রাম্যামাণ কম্পিউটার ভ্যানে অক্টোবর-২০১৬ মাসে একমাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত আইসিটি ভ্যানে ১লা অক্টোবর থেকে ১মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে ১৮-৩৫ বয়সী যুবক ও যুব মহিলাদের নিকট হতে দরখাস্তের জন্য আহবান করা হয়েছে। এক্ষেত্রে যুবকদের এইচ,এস,সি ও যুব মহিলাদের এস,এস,সি পাশ হতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ভোটার আইডি, নাগরিক সনদপত্রের ফটোকপি সহ দুই কপি সত্যায়িত ছবি প্রদানের জন্য ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সফিকুল ইসলাম পাঠান বলেন, শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের নিয়ে আইসিটি ভ্যানে ১লা অক্টোবর হতে ১মাস ব্যাপী ৪০জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২১ সেপ্টেম্বর আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহন, মনোনয়ন এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তির মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণের ভর্তি কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য: একই সময়ে দেশের আরো ৬টি জেলার বিভিন্ন ভেন্যুতে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এরমধ্যে মধুপুর(টাঙ্গাইল), নিয়ামতপুর(নওগাঁ), লোহাগড়া(নড়াইল), আমতলী(বরগুণা), বড়লেখা(মৌলভীবাজার), তারাগঞ্জ(রংপুর)।
0Share