নিজস্ব প্রতিনিধি: রামগতি উপজেলা বিআরডিবির জুনিয়ার কর্মকর্তা আলা উদ্দিন কে মারধর করা অভিযোগ উঠেছে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও যুবলীগ নেতা শোয়েব খন্দকারের বিরুদ্ধে। ১৯ সেপ্টেম্বর সোমবার বেলা ২ টার দিকে উপজেলা বিআরডিবি কার্যালয় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রামগতি উপজেলা বিআরডিবির জুনিয়ার অফিসার আলা উদ্দিন জানান বিআরডিবির কয়েকটি কক্ষ খালি থাকায় অফিসের সিদ্ধান্ত মোতাবেক এক সপ্তাহ আগে প্রতিটি রুম দেড় হাজার টাকা হারে ভাড়ার চুক্তি হয় ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) ওই নেতা প্রতিটি রুম ৫শ টাকা কমে এক হাজার টাকা হারে ছাত্রলীগের কয়েক জন নেতা কে ভাড়া দিতে বলেন। কিন্তু এর আগেই দেড় হাজার টাকা হারে চুক্তি হওয়ার কারণে পরবর্তী বছরে তাদেরকে কমদামে ভাড়া দেওয়া হবে তিনি ছাত্রলীগের নেতাদের জানিয়ে দেন।
এ ঘটনায় সমিতির চেয়ারম্যান শোয়েব খন্দকার ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পযায়ে আলা উদ্দিনকে লাঞ্চিত করেন। উপজেলা বিআরডিবির কমকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা র্নিবাহি অফিসার এস এম শফি সামি জানান আমি স্কাউটের একটা মিটিং এ ছিলাম বিআরডিবি অফিসে সরকারী কমকর্তার উপর হামলা হয়েছে। আমি বিষয়টি দেরিতে শুনেছি, মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এ ব্যাপারে রামগতি কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও যুবলীগ নেতা শোয়েব খন্দকারের সাথে কয়েকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
0Share