রায়পুর প্রতিনিধি : রায়পুরে অনৈতিক ও অনিয়মের অভিযোগে বরখাস্তকৃত দুই সহকারী শিক্ষকের হামলায় প্রশাসনিক কর্মকর্তা ও পিয়ন আহত হয়েছে। রাখালিয়া গ্রামের রেঁনেসা ক্যাডেট মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান (৩০) ও পিয়ন মোঃ সেলিম (২৫) কে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের পাটওয়ারী রাস্তার মাথা দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন ক্ষতিগ্রস্থ কর্মকর্তা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত কামরুজ্জামান সাংবাকিদের জানান, প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রী ও মহিলা অভিভাবকের সাথে অনৈতিক আচরণ ও প্রাতিষ্ঠানিক অনিয়মের অভিযোগে রাখালিয়া গ্রামের দুদু মিয়া চৌধুরী বাড়ীর মনিরুল হকের ছেলে মোঃ পলাশ ও বামনী গ্রামের কালাজী ব্যাপারী বাড়ীর হেদায়েত উল্যার ছেলে সোহেল রানাকে অভিযোগের প্রেক্ষিতে এবং তা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান থেকে গত ১৫ অক্টোবর বহিস্কার করা হয়।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির বৈঠক শেষে দুপুরে চরমোহনা গ্রামের শিক্ষক হারুনুর রশিদের ছেলে ঐ প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান বাড়ি ফেরার পথে এবং পিয়ন সেলিমে কে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে নির্মমভাবে পিটিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্ত বহিস্কৃত ওই দুই শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক পলাশ ও সোহেল রানা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।রায়পুর থানার এসআই সমর দাস বলেন, এ ঘটনায় পুলিশ কে কেউ অবহিত করে নাই। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0Share