নিজস্ব প্রতিনিধি::লক্ষ্মীপুরে ৩৫টি কেন্দ্রে মঙ্গলবার একযোগে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা, যাতে ৩০ হাজার ৬শ ১৯ শিক্ষার্থী অংশে নেবে এবার। প্রথম দিন জুনিয়র স্কুল সার্টিফিকেটে (জেএসসি) হবে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা। আর জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় বসবে মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
লক্ষ্মীপুর পুরো জেলায় এবার ২৩টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা েদিচ্ছে ২২ হাজার ৪শ ৭ এবং মাদরাসায় ১২টি কেন্দ্রে জেডিসি দিচ্ছে ৮ হাজার ২শ ১২ পরীক্ষার্থী। যার মধ্যে জেএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর সদরে ১১ কেন্দ্রে ৯ হাজার ২শ ২, রামগঞ্জে ৫ কেন্দ্রে ৪ হাজার ৫শ ৪৪, রায়পুরে ৩ কেন্দ্রে ৩ হাজার ৬শ ৮৬, রামগতিতে ২ কেন্দ্রে ৩ হাজার ১শ ৪১ এবং কমলনগরে ২ কেন্দ্রে ১ হাজার ৮শ ৩৪।
অন্যদিকে জেডিসি পরীক্ষায় পুরো জেলায় ১২ টি কেন্দ্রে ৮ হাজার ২শ ১২ পরীক্ষার্থী অংশ নিবে।
0Share