মোঃ জহির উদ্দিন: গ্যাস সংকটে পড়েছে লক্ষ্মীপুর শহর। পাইপ লাইনে থাকছে না গ্যাস। এতে করে বাসা-বাড়িতে রান্না-বান্না, শিল্প কারখানা ও ফিলিং স্টেশনগুলোতে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। এর আগে একই রকম গ্যাস সংকটের কারণে মানববন্ধন কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছিলেন গৃহিণীরা। জানা যায়, জেলায় বাণিজ্যিকভাবে ৭০টি, আবাসিক ৬ হাজার ৭০০টি, সিএনজি স্টেশন ২টি ও ক্যাপ্টিভ পাওয়ার ২টিতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর শহরের কয়েকজন হোটেল ব্যবসায়ী জানান, গত এক মাস থেকে গ্যাস সংকট দেখা দিয়েছে। দিনের অধিকাংশ সময়ে লাইনে গ্যাস থাকে না। রাত ১০-১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত তা থাকে।
কিন্তু এ সময়ে গ্যাসের চাপ কম থাকায় হোটেলের রান্না-বান্না করা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে লাকড়ি দিয়ে রান্না-বান্নার কাজ করা হচ্ছে। হ্যাপী সিনেমা হল রোডের গৃহিণী জান্নাত জানান, প্রয়োজনের সময় লাইনে গ্যাস থাকে না। কিন্তু গ্যাস বিল দিতে হচ্ছে। ঠিকমত খাবার রান্না করতে পারছে না পরিবারের লোকজন। ফলে প্রায়ই হোটেল থেকে কিনে নিয়ে খেতে হচ্ছে। বিসিক শিল্পনগরীর বেকারির মালিকরা জানান, গত এক মাস ধরে গ্যাস সংকটের কারণে তারা চাহিদামতো পণ্য উৎপাদন করতে পারছেন না। সাংবাদিক ইসমাইল হোসেন জবু ক্ষোভ প্রকাশ করে বলেন, মাসের শেষে গ্যাস বিল পরিশোধ করা হলেও অনেক সময় গ্যাস না পাওয়ার যন্ত্রণায় দিশাহারা হওয়ার উপক্রম হয়েছি। আন্দোলন সংগ্রামের পর কিছুদিন গ্যাস সরবরাহ ভালো থাকলেও আবারও গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। এই সমস্যা কবে দূর হবে আল্লাহ পাক ভালো জানেন। গত বছরও গ্যাসের সমস্যা সমাধানে মানববন্ধন করেছিলেন গৃহিনীরা।
সময় টিভির সৌজন্যে ফাইল ভিডিও by somoytv
সোমবার দুপুরে কবির বাড়ির দরজায় গ্যাস পাম্পে গিয়ে দেখা যায়, পাঁচ শতাধিক সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন। কয়েকজন চালক জানান, গ্যাসের জন্য এসে ফিলিং স্টেশনে ৬ থেকে ৭ ঘণ্টা অপো করতে হয়। এ ছাড়া গ্যাস লাইনে প্রেসার না থাকায় অর্ধেক গ্যাস নিয়ে স্টেশন ছাড়তে হয়। এতে গাড়ির মালিকদের জমা দেওয়ার পরে তাদের আর কিছুই থাকে না। এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, ফেনী থেকে গ্যাস সরবরাহ কম থাকায় গত তিনদিন ধরে গ্রাহকরা যথাসময়ে গ্যাস পাচ্ছে না। প্রয়োজন মতো গ্যাস উত্তোলন করা হলে এ সমস্যা থাকবে না। সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। তবে কখন এ সমস্যা দূর হবে সঠিক বলতে পারেননি এই কর্মকর্তা।
0Share