নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুর শহরে স্থাপিত সিসিটিভির ক্যামরা বসানোর প্রথম দিনই একটি মোটরসাইলে চুরির দৃশ্য রেকর্ড হয়েছে। সে রেকর্ডটি সোমবার ( ২৮ নভেম্বর) ক্যামরা উদ্বোধন অনুষ্ঠানে দেখানো হয়েছে। এর আগে রবিবার ( ২৭ নভেম্বর) বেলা ৩টা থেকে ৪টার মধ্যে লক্ষ্মীপুর হ -১১-০৪৪৬ নাম্বারের Apache মোটরসাইকেল টি চুরি হয়।
সিসিটিভিতে রেকর্ডকৃত ছবিতে দেখা যায় ২৫-২৮ বছরের একটি যুবক লক্ষ্মীপুর শহরের কলেজ রোডের ঝর্না ফার্মেসির সামনে থেকে ওই মরটসাইকেল টি চালিয়ে নিয়ে যাচ্ছে। দক্ষিণ তেমুহনী ফিলিং স্টেশনে গিয়ে সে ফুয়েলিং ও করেছেন। এরপর গাড়িটি ক্যামরা এলাকার বাহিরে চলে যায়।
মোটরসাইকেলের মালিক কমলনগরের তোরাবগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাজী এন্ড সন্সের হাজী আবদুস ছলিম পাটোয়ারি। ওই ব্যসায়ী লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে জানান, রবিবার বেলা ৩টার দিকে তিনি মোটরসাইকেল যোগে তার মায়ের জন্য ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে লক্ষ্মীপুর শহরের কলেজ রোডস্থ ঝর্ণা ফার্মেসীতে প্রবেশ করেন।
ঔষধ ক্রয়ের পর তিনি পটেকে হাত দিয়ে দেখেন তার চাবি নেই। চাবি হারিয়েছে মনে করে ফার্মেসীর লোকদের কে গাড়িটি লক্ষ্য রাখতে বলে শো রুমে যান চাবির জন্য । কিন্তু ১০ মিনিটের ভিতরে ফিরে এসে দেখেন তার গাড়িটি নেই। পরে তিনি বিষয়টি পুলিশ কে অবিহিত করেন।
পুলিশ ও পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় সিসিটিভির ক্যামরায় ধারণকৃত ভিডিও সোমবার দেখানো হয় এবং চোর কে ধরিয়ে দিতে ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়।
0Share